• শিরোনাম

    নরসিংদীর শিবপুরে আবাসিক ও কৃষিজমির পাশে ইটভাটার ছড়াছড়ি

    খন্দকার আমির হোসেন জেলা প্রতিনিধি মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

    নরসিংদীর শিবপুরে আবাসিক ও কৃষিজমির পাশে ইটভাটার ছড়াছড়ি

    apps

    ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যে বিপন্ন হচ্ছে পরিবেশ। এতে ভাটার আশপাশের এলাকা, নদী, শহরাঞ্চল ও গ্রামীণ জনপদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। ইটভাটা সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারণে মানুষের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। শিবপুর উপজেলার চক্রধা,দুলালপুর ও পুটিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় আবাসিক জনপদ এলাকায় গড়ে উঠেছে বহু ইটভাটা এসব ইটভাটায় ব্যবহৃত হচ্ছে আবাদি কৃষি জমির উর্বর মাটি, অনেক ভাটায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করতে দেখা যায়, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তবুও অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে মালিকরা।

    বাংলাদেশ সময়: ৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ