• শিরোনাম

    নরসিংদীর মনোহরদীতে ৪০ বোতল বিদেশী মদসহ মুদী ব্যবসায়ী শীতল গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, : সোমবার, ০২ অক্টোবর ২০২৩

    নরসিংদীর মনোহরদীতে ৪০ বোতল বিদেশী মদসহ মুদী ব্যবসায়ী শীতল গ্রেফতার

    apps

    মনোহরদীতে ডিবি নরসিংদীর এক অভিযানে মাদক বিক্রির অভিযোগে মনোহরদী বাজারের ব্যবসায়ী মুদী শীতল সাহাসহ ৩ ব্যাক্তিকে ৪০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়েছে।পহেলা অক্টোবর রোববার দিনভর অভিযানে তাদের গ্রেফতার করে ডিবির হেফাজতে নেয়া হয়েছে। গত শনিবার রাতে ডিবি নরসিংদীর এক অভিযানে মনোহরদী বাজারের মুদী ব্যবসায়ী শীতল সাহা (৩৮) মাদক বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ডিবি নরসিংদীর ওসি খোকন চন্দ্র সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার ভোর ৫ টার দিকে মনোহরদী বাস্ষ্ট্যান্ড থেকে মনোহরদীর ঝালখালি গ্রামের রাসেল (২৫) নামের এক যুবককে ১৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়।তার দেয়া তথ্যানুযায়ী মদবিক্রির ডিলার মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল চন্দ্র সাহা (৩৮) ডিবির আভিযানিক দল কর্তৃক গ্রেফতার হয়।শীতল সাহা মুদী মনোহারী দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে। তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ডিবির আভিযানিক দলটির হাতে হাতিরদীয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে গাজীপুরের কালিগন্জ উপজেলার বারিয়াদি গ্রামের আবুল কালাম (২৫) গ্রেফতার হয়।এ ব্যাপারে মনোহরদী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন ও আসামীরা ডিবির হেফাজতে রয়েছেন বলেও ডিবির ওসি খোকন চন্দ্র রায় জানিয়েছেন।

    বাংলাদেশ সময়: ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ