• শিরোনাম

    নরসিংদীর মনোহরদীতে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

    নরসিংদীর মনোহরদীতে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

    apps

    নরসিংদীর পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের তত্বাবধায়নে জনাব মোঃ আবুল বাসার পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই/কবির উদ্দিন, এসআই/মোঃ মাহমুদুল হাসান, এসআই/মোঃ সাদেকুর রহমান, এসআই/মোঃ নূরে আলম হোসাইন সঙ্গীয় ফোর্স সহ সাড়াশি অভিযান পরিচালনা করে মোবাইল প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নির্ণয় করে আসামী ১। মোঃ এরশাদ মিয়াকে ১৪/০৯/২০২২ তারিখ ১৮.১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন আদর্শপাড়া সাকিনস্থ পুলেরঘাট বাজারের গচিহাটা রোডে ললিতা টেলিকম নামক দোকান হইতে, ২। আসামী মোঃ জিয়াউল হককে একই তারিখ ২০.৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন মনোহরদী বাসস্ট্যান্ড হইতে, ৩। আসামী জুলহাস মিয়াকে ইং ১৪/০৯/২০২২ তারিখ ২২.০৫ ঘটিকায় শিবপুর থানাধীন জয়নগর সাকিন হইতে ৪। আসামী হারুন মিয়াকে ১৫/০৯/২০২২ তারিখ ০০.১৫ ঘটিকায় মনোহরদী থানাধীন ড্রেনেরঘাট হইতে গ্রেফতার করে তাদের হেফাজত হইতে লুন্ঠিত ০৩ টি মোবাইল সেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলা সহ পাশ্ববর্তী বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, ছিনতাই ইত্যাদি কর্মকান্ড করে আসছিলো। সিডিএমএস পর্যালোচনায় আসামী আসামী জুলহাস এর বিরুদ্ধে ১। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-৮, তারিখ- ১৬ জানুয়ারি, ২০১৮; সময়- ২১.১৫ ধারা- ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০; ২। কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৩৭, তারিখ- ২৩ জুন, ২০১৫; সময়- ধারা- ১৯(d) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৩। কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৩৮, তারিখ- ২৩ জুন, ২০১৫; সময়- ধারা- ২৫-A ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; ৪। কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০৬ জুলাই, ২০১১; সময়- ১৫.৩৫ ধারা- ৪৫৭‌/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; এবং আসামী হারুন মিয়ার বিরুদ্ধে ১।কিশোরগঞ্জ এর কটিয়াদি থানার ,এফআইআর নং-৩৪, তারিখ- ২৭ আগস্ট, ২০১৭; সময়- ১০.১৫ ধারা- ৩৯৪ পেনাল কোড-১৮৬০; ২। গাজীপুর এর কাপাসিয়া থানার ,এফআইআর নং-২/৪২৪, তারিখ- ০১ নভেম্বর, ২০১৯; সময়- ০১.২০ ঘটিকা। ধারা- ৩৯৪/৪১২ পেনাল কোড-১৮৬০; ৩। কিশোরগঞ্জ এর পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-১/১৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২১; সময়- ১৬.৩০ ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৪। গাজীপুর এর কাপাসিয়া থানার ,এফআইআর নং-৭/৭, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২১; সময়- ১৩.১৫ ঘটিকা। ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; ৫। কিশোরগঞ্জ এর পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-১৮/১৩৩, তারিখ- ১৬ জুন, ২০২১; সময়- ২০.৩০ ধারা- ৪৫৭‌/৩৮০ পেনাল কোড-১৮৬০; ৬। কিশোরগঞ্জ এর পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-২০/১০৯, তারিখ- ২০ মে, ২০২১; সময়- ২০.১৫ ধারা- ৩৯৪ পেনাল কোড-১৮৬০; মামলা রহিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    বাংলাদেশ সময়: ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ