• শিরোনাম

    নদী ও পাথর

    অনলাইন ডেস্ক বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

    নদী ও পাথর

    apps

    (ইসলাম সাইফুল)

    পাথর দেখতে এত দূর কেউ আসে শুভময়!
    এতো পাথুরে শহর থেকে অনেক দূরে ।
    এত দূরে এত পাথর দেখ কি করে !
    পাথরে পাথরে কত কাছাকাছি
    পাথরে পাথরে কি মেশামিশি
    তার পরেও পাথরের সাথে পাথর কি
    মেশে শুভময়!
    পাথরের এই অদ্ভুত থাকা
    পাথরের এই কলকল চলা
    এই পাথরের সাথেই প্রেম ভালবাসা
    এখানে প্রেমিকারা আসে
    এখানে দম্পতিরা আসে
    এখানে শৈশব হাসে
    এখানে কৈশোর জাগে
    পায়ের নীচে কঠিন পাথর
    পাথরের উপর আরেক পাথর
    জগ্গদ্দল পাথর চেপে ধরে বসে
    তার পর ও পাথরের রূপ দেখে
    বিমুগ্ধ হয়ে হাসে !
    কেউ বলে কি দৃঢ় এই পাথর
    কেউ ভাবে কি স্লথ গাথুনি এতে
    তাই নিরবে পাথর গড়িয়ে চলে
    কখন বৃষ্টি কখন মেঘেরা খেলে
    কখন সবুজ বনজ ঢেউ পাথর ঢেকে রাখে ।
    আমার কাছে পাথর মানেই টাকা
    আমার কাছে পাথর মানেই ঢাকা !
    পাথর ভেঙে টুকরো করে
    পাথর ভেঙে চুরমার করে
    পাথরের কি রক্ত ঝরে !
    কি জানি ! বিদঘুটে তুমি
    আমি পাথুরে ঐ নদীটিকে ভালবাসি
    ঐ নদী শুধু বয়ে বয়ে যায়
    ঐ নদী কি পাথরের হিসেব পায় !

    বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ