• শিরোনাম

    ধামরাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গবাদিপ্রাণী ও হাস মুরগী চিকিৎসা প্রদান

    মোঃফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

    ধামরাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গবাদিপ্রাণী ও হাস মুরগী চিকিৎসা প্রদান

    apps

    ধামরায়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গবাদিপ্রাণী ও হাস মুরগী চিকিৎসা প্রদান করা হয়েছে।
    জিওসি ৯ পদতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার, মেজর জেনারেল মোঃ শাহীনুল হক, ও এসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি,পিএসসি এর নির্দেশনায় শীতকালীন প্রশিক্ষনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ১নং চৌহাট ইউনিয়নের কলেজ মাঠে বিনামুল্যে গবাদি প্রাণীর চিকিৎসা, টিকা ও ঔষধ প্রদানসহ প্রান্তিক খামারিদের জন্য পরামর্শ সেবা ক্যাম্প স্থাপন করা হয়। এসময় ক্যাম্পের উদ্ভোধন করেন আরভি এন্ড এফ ডিপোর অধিনায়ক কর্নেল মোঃ তুহিন হাসান, পিএসসি, পিএইচডি। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন সাভার মিলিটারী ফার্ম অধিনায়ক কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য, এমএস, আরভি এন্ড এফ ডিপোর উপ অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোশফেকুজ্জামান
    খান, আরভিএফসি,মেজর মেহেদী হাসান, এমএস, আরভিএফসি,ক্যাপ্টেন মারুফ হাসান, আরভিএফসি,লেঃ শাহাদাত হোসেন পারভেজ, আরভিএফসি, ধামরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোঃ সেলিম জাহান ও ১নং চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি ,একমি ডি আর ডি এম জাহাঙ্গীর আলম সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। একমি লিমিটেড ধামরাই ঢাকা এর সৌজন্যে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। উক্ত ভেটেরিনারি ক্যাম্পেইনে টি গরু,ছাগল,ভেড়া,হাঁস-মুরগী ও কবুতরকে প্রয়োজনীয় কৃমিনাশক টিকা ঔষধ সহ লালন পালনের পরামর্শ প্রদান করা হয়।

    বিষয় :

    বাংলাদেশ সময়: ৮:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ