• শিরোনাম

    ট্রেনের সব আসনেই যাত্রী তোলার সিদ্ধান্ত

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

    ট্রেনের সব আসনেই যাত্রী তোলার সিদ্ধান্ত

    apps

    নবকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যেই দেশে পুরোদমে শুরু হচ্ছে রেল চলাচল। বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ।
    মঙ্গলবার রে‌লের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা শরীফুল আলম এ তথ্য জানান।
    শরীফুল আলম বলেন, বুধবার থেকে ট্রেনের যতটি আসন ততজন যাত্রী নেওয়া হ‌বে। দাঁ‌ড়ি‌য়ে যাত্রী তোলা হ‌বে না। স্ট‌্যা‌ন্ডিং টি‌কিট দেওয়া হ‌বে না। সকল স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে।
    তিনি জানান, টিকিটের ৫০ শতাংশ অনলাইন এবং ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হবে।
    ক‌রোনার কার‌ণে ৬৮ দিন বন্ধ রাখার পর ৩১ মে থে‌কে সী‌মিত প‌রিস‌রে ট্রেন চলাচল শুর হয়। ত‌বে চল‌তি মা‌সের শুরু থে‌কে সকল আন্তঃ‌ট্রেন চলতো। ক‌রোনা রো‌ধে সামা‌জিক দূরত্ব রক্ষায় এত‌দিন ট্রেনে অ‌র্ধেক সিট খা‌লি রাখা হ‌তো। তবে বুধবার থে‌কে সব আস‌নে যাত্রী নেওয়া হ‌বে।

    বাংলাদেশ সময়: ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ