• শিরোনাম

    জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

     আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

    জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    apps

    – জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) বিকালে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী,সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার,জিএসএম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, এডভোকেট আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,আব্দুল্লাহ আল আমিন চাঁন,জামালপুর শহর আওয়ামী সভাপতি ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম,জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল,সদস্য রেজাউল করিম রেজনু,সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন,জিএস শাহরিয়ার উজ্জ্বল,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি প্রমূখ। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন। সম্মেলনের সঞ্চালনা করেন আলমগীর হোসেন আলম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ শাহবাজপুর ইউনিয়ন শাখা। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিলন সার্থকতার মধ্যে দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে। দ্বিতীয় অধিবেশনের সভাপতি তো করেন ডাক্তার এম এ মান্নান খান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন এডভোকেট হাফিজুর রহমান স্বপন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখা। নেতাকর্মীগণ প্রার্থীদের সমঝোতার চেষ্টায় ব্যর্থ হয়ে রাত ৮ টায় জামালপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ভোটগ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার। নবনির্বাচিত সভাপতি আইয়ূব আলী খান ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন১০৫ ভোট। ২৩ ভোটের ব্যবধানে তৃতীয়বারের মত আইয়ূব আলী খান সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তান্নিকর্ম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ১০৯ প্রতি প্রতিদ্বন্দিতা করেন। ১১ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রফিকুল ইসলাম স্বপন তালুকদর। এরই মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

    বাংলাদেশ সময়: ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ