• শিরোনাম

    জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এড. মুহাম্মদ বাকী বিল্লাহ নির্বাচিত

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি: সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এড. মুহাম্মদ বাকী বিল্লাহ নির্বাচিত

    apps

    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। গতকাল সকালে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা শ্রাবস্তী রায় স্বাক্ষরিত একটি স্মারক প্রকাশিত হয়৷ সেই স্মারকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে বেসরকারি ভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবার (২০২২ সালের) জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে অনেকেই মনোনয়নপত্র দাখিল করলেও চুড়ান্ত ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপান জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট কবি ও আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ জাতিয় পার্টি ও অন্যান্য প্রার্থীগন জেলা রিচার্নিং কর্মকর্তা কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এক নেতার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। জাতীয় পার্টির নেতা স্বেচ্ছায় তার মনোনয়নপত্র তোলে নেয়ায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে জামালপুরে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। তার নির্বাচিত হওয়ার খবরে জামালপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ লাখ নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক মহলসহ বিভিন্ন মহলের মানুষ তার বিজয়ে খবরে স্বস্থির প্রকাশসহ অভিনন্দন জানিয়েছেন। এড়ভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ময়মনসিংহ বিভাগের সুপ্রিয় একজন মানুষ এবং সার্বজনিন নেতা। দলমত নির্বিশেষে তিনি হলেন জনগণের নেতা জননেতা এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এমনটিই জানিয়েছেন বিভিন্ন মহলের সুধিজন। তাদের প্রত্যাশা আগামী দিনে জামালপুরের বিভিন্ন উন্নয়নে সরকারের পাশাপাশি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ বাকী বিল্লাহ জনমানুষের কল্যাণে উন্নয়নের সকলসূচকে উন্নিত করন কল্পে অগ্রণীভূমিকা পালন করে জেলাবাসীর প্রত্যাশা পুরণ করবেন।

    বাংলাদেশ সময়: ৭:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ