• শিরোনাম

    জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ শুরু

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

    জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ শুরু

    apps

    জামালপুরে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে জামালপুর সদর উপজেলায় সরকারিভাবে বোরো ধান, চাল ও গম সংগ্রহ শুরু হয়েছে। বুধবার দুপুরে সিংহজানী খাদ্য গুদামে অভ্যন্তরীণ এ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন, জামালপুর-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সিংহজানী খাদ্যগুদামের সংরক্ষণ কর্মকর্তা (এসএমও) উত্তম কুমার দাস, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন তালুকদার খসরু, সাধারণ সম্পাদক একেএম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।

    এবার বোরো চালের সরকারী সংগ্রহমূল্য প্রতি কেজি ৪৪ টাকা দরে ১৭ হাজার ৫৩৯ মে.টন, ধান প্রতি কেজি ৩০ টাকা দরে ২ হাজার ৯৩৩ মে.টন ও গম প্রতি কেজি ৩৫ টাকা দরে ২০৭ মে.টন মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ