• শিরোনাম

    চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক পেলো ভর্তুকি মূল্যে কৃষি যান্ত্রীক উপকরণ

    রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : বুধবার, ১০ মে ২০২৩

    চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক পেলো ভর্তুকি মূল্যে কৃষি যান্ত্রীক উপকরণ

    apps

    চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জন কৃষক পেলো ১৮ লাখ ১৩ হাজার টাকার ভর্তুকি মূল্যে কৃষি যান্ত্রীক উপকরণ। বুধবার দুপুরে কৃষকদের হাতে কৃষি যন্ত্রের চাবি তুলে দেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।

    ২০২২-২০২৩ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্প ও উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ও সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল।

    সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ জানান, কৃষকদের মধ্যে ১০টি রিপার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ১০টি পাওয়ার থ্রেসার, ২টি মেইজ শেলার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষকরা যেন ভালভাবে কৃষি কাজে যন্ত্রের ব্যবহার করতে পারে সে কারনেই সরকার ৫০% ভর্তুকি মূল্যে এসব যন্ত্র কৃষকদের হাতে তুলে দিচ্ছে।

    বাংলাদেশ সময়: ১১:২৫ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ