• শিরোনাম

    চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন; ৭ হাজার ৮৯০ জন কৃষক পেলো ৪০ লাখ ২১ হাজার ২২৫ টাকার প্রণোদনার বীজ ও সার ছবি আছে

    রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি সোমবার, ২০ মার্চ ২০২৩

    চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী  কৃষি মেলার উদ্বোধন; ৭ হাজার ৮৯০ জন কৃষক পেলো ৪০ লাখ ২১ হাজার ২২৫ টাকার প্রণোদনার বীজ ও সার  ছবি আছে

    apps

    বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষি মেলার ২০টি স্টল পরিদর্শন করেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ২০২২-২০২৩ আউশ ধান প্রণোদনার ৬ হাজার ৫৫০ জন কৃষককে ৩৭ লাখ ৪৯ হাজার ৮৭৫ টাকা মূল্যমানের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং একই অর্থ বছরের পাট প্রণোদনার ১ হাজার ৩৪০ জন কৃষককে ২ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা মূল্যমানের প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাসুদুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল।

    বাংলাদেশ সময়: ২:২৩ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ