• শিরোনাম

    চুয়াডাঙ্গায় প্রথম বিএসটিআই অনুমোদিত বিশুদ্ধ খাবার পানির কারখানা উদ্বোধন

    রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি বুধবার, ০১ মার্চ ২০২৩

    চুয়াডাঙ্গায় প্রথম বিএসটিআই অনুমোদিত বিশুদ্ধ খাবার পানির কারখানা উদ্বোধন

    apps

    (০১.০৩.২০২৩)ঃ চুয়াডাঙ্গায় প্রথম বিএসটিআই অনুমোদিত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রতিষ্ঠান ফারাজ ড্রিংকিং ওয়াটারের কারখানা উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় দীগড়ি গ্রামে নিজস্ব জমিতে কারখানা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, সহকারী কমিশনার আব্দুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি।

    কারখানার মালিক ফজরুজ্জামান নিশান জানান, ইতালিয়ান প্রযুক্তিতে তৈরী এ কারখানা থেকে প্রতি ঘন্টায় ৬ হাজার লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব। যা জেলা শহরের গ্রাহকদের ফ্রি হোম ডেলিভারী করবে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীরা। প্রতিটি পাত্রে পানি ধারণ ক্ষমতা ২০ লিটার। চুয়াডাঙ্গা এবং আশ-পাশের জেলার মধ্যে একমাত্র বিএসটিআই অনুমোদিত। ল্যাব থেকে শুরু করে সবকিছুই আছে এ কারখানায়।

    বাংলাদেশ সময়: ৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ