• শিরোনাম

    গুরুদাসপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

    গুরুদাসপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    apps

    নাটোরে গুরুদাসপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ক্রেডিট ইউনিয়ন কার্যালয় মাঠ প্রাঙ্গণে দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় গুরুদাসপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।

    গুরুদাসপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিধি ছিলেন গুরুদাসপুর উপজেলা সমবায় অফিসার রবিউল রানা, কালব নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস ও পাবনা-সিরাজগঞ্জ জেলার সহকারী জেলা ব্যবস্থাপক কোরবান আলী, বিলচলন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান, পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।

    গুরুদাসপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর
    অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সভাপতি মোহাব্বত হোসেন বিশ্বাস ও ডিরেক্টর আবু শামীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, সেক্রেটারী আব্দুস সালাম, ট্রেজারার মাহফুজুর রহমান, ডিরেক্টর আবু বকর সিদ্দিক, সেক্রেটারী সরকার ফরিদা পারভীন, সদস্য হাবিবুর রহমান, উপজেলা ব্যবস্থাপক রেহেনা পারভীনসহ কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ