
মো: জসিম উদ্দিন, গাজীপুর | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার ভোগড়া বর্ষা সিনেমা হল সংলগ্নে হোটেল প্রাইম ইন আবাসিক নামক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ ১৭ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ। বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৪ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২৫ নভেম্বর ২০২৪ বুধবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বর্ষা সিনেমা হলের পাশে অবস্থিত প্রাইম ইন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেল থেকে ১১জন নারী ও ৬ জন পুরুষসহ ১৭জনকে আটক করা হয়। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে, আটকৃত সবার বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ওই আবাসিক হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।নাম প্রকাশ না করা শর্তে হোটেলের একজন স্টাফ জানান, আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় পূর্বপাশ থেকে নিচে নামার গোপন সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নিচে নেমে আমাদের গোপন দরজা রয়েছে। অভিযান আসলে আমরা গোপন দরজা থেকে বের হয়ে যাই। এছাড়াও জানালার গ্রিল কেটে আবাসিক হোটেল থেকে বের হওয়ারও রাস্তা রয়েছে,তিনি বলেন অভিযানের সময় হোটেল ম্যানেজার ফারুক আবাসিক হোটেল এর দ্বিতীয় তলায় এর সিঁড়ি দিয়ে নিচে নেমে গোপন দরজা দিয়ে পালিয়ে যায়।
Posted ১১:০০ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।