• শিরোনাম

    খুলনা দাকোপে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় ৬৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি

    খুলনা প্রতিনিধিঃ বুধবার, ০১ নভেম্বর ২০২৩

    খুলনা দাকোপে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়  ৬৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি

    apps

    খুলনার দাকোপের শেষ প্রান্তে অবস্থিত সুন্দরবনের কোলঘেষা নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় ৬৬ বছরেও সরকার কতৃক কোনো বহুতল ভবনের ব্যবস্থা না হওয়ায় জরাজীর্ণ টিন সেট ভবনে বর্ষা মৌসুমে ভিজে পুড়ে শিক্ষক মন্ডলীরা শিক্ষার্থীদের নিয়ে অতি কষ্টে পাঠদানে অংশগ্রহণ করে চলেছে সংশ্লিষ্ট এলাকা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মোতাহার হোসেন জানান প্রায় ৩৫০ জন শিক্ষার্থী নিয়ে ১৫ জন শিক্ষক কর্মচারী পাঁচ জন জনবল না থাকার মধ্য দিয়ে তা প্রতিষ্ঠানের তুলনায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তুলনায় সন্তোষজনক ফলাফলের মধ্য দিয়ে পাট কার্যক্রম পরিচালনা করে আসছেন দুঃখের বিষয় আয়লা দুর্গত শিপসা নদী উপকূল এলাকায় প্রতিষ্ঠানটি স্থপিত হয়েছে বটে যে শিক্ষাপ্রতিষ্ঠান হতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সচিবালয়ে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন এনজিও তে কর্মরত অবস্থায় থেকে অত্যন্ত সুনামের সাথে জীবন জীবিকা নির্বাহ করে আসছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যদি হয় বেহাল দশা তাহলে উপকূল অঞ্চলের শিক্ষার্থীদের ভাগ্যের উপায় কি হবে।

    উপকূল অঞ্চলের কোমলমতিরা আলোর সন্ধানে এগিয়ে যেতে চায়। তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়িয়া তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সাইক্লোন শেল্টার কাম শিক্ষা প্রতিষ্ঠানে একান্ত আবাস্যক এ ব্যাপারে স্থানীয় সরকার জাতীয় সংসদ সদস্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে অবহিত করা সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এলাকাবাসী শিবসা নদী উপকূল এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের ব্যবস্থা না হয় প্রধান শিক্ষক সর্বক্ষণ রয়েছেন আতঙ্কে নিম্নচাপ জলোচ্ছ্বাস এর আকার ধারণ করলে শিক্ষার্থীদের নিয়ে কোথায় যাবে কি করবে এক কথায় বলা যায় জীবন নিয়ে টানাটানি বেধে যায় একদিকে জলোচ্ছ্বাস অন্যদিকে বর্ষা মৌসুমে ভিজে পুড়ে চলছে তাদের পাঠদান।

    এ ব্যাপারে মুঠো ফোনে উপজেলা শিক্ষা অফিসার এর নিকট এই শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দসার কথা জানতে চাইলে তিনি বলেন নিয়ম অনুশারে পদক্ষেপ গ্রহণ করা হবে । সরকারি বরাদ্দ ফেলে অবশ্যই ভবনের ব্যবস্থা করা হবে বিষয়টি অতিবো জরুরী ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে ভুক্তভোগী অভিভাবক মন্ডলীরা দাবি জানায়

    বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ