• শিরোনাম

    খুলনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

    মোঃ জামাল হোসেন খুলনা মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

    apps

    খুলনায় শেখ আজিজুল ইসলাম হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড- দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
    মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দপ্রাপ্তআসামিরা হলেন, শেখ মশিউর ওরফে মশি, মো. আসলাম হোসেন লিটন, মো. সুইট, আশরাফুল ওরফে গাজা আশ্রাব , মো. সহিদ ও মো. মিন্টু। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ঐ আদালতের রাষ্টপক্ষের আইনজীবী
    (পিপি) অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন। আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে
    নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকার তৈয়েবের মোড়ে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা আজিজুল ইসলামকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে
    কুুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
    চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আজিজুল ইসলামের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে
    আসামিদের নাম উল্লেখ করে নগরীর খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহমান ৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

    বাংলাদেশ সময়: ৮:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ