• শিরোনাম

    কয়েরদাঁড়ায় জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান

    নিজস্ব প্রতিবেদক: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

    কয়েরদাঁড়ায় জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান

    apps

    রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়ায় জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থায় বিনামূল্যে প্রবীণদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে এলাকার ১৪ জন হতদরিদ্র পরিবারের প্রবীণদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় সেবাদানে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স রিপন আলী, জামিল হোসেন সান্টু, শ্রাবনী, আফসানা মিমি, আহসান হাবীব, মুন্নি, ফালগুনি, সেলিম রেজাসহ প্রমূখ। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা’র প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু’র সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রের আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, সদস্যসচিব মোজাফ্ফর হোসেন মিঠু, সদস্য মাহফুজুর রহমান হেনা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি হানিফ খন্দকার। উল্লেখ্য প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে এলাকার হতদরিদ্র পরিবারের প্রবীণদের বিনামুল্যে ওজন, বিপি, ডায়াবেটিস, অক্সিজেন লেভেল মাপা হয় এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ দেয়া হয়।

    বাংলাদেশ সময়: ৮:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ