• শিরোনাম

    কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    রিপোর্টার খুরশীদ আলম শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

    কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    apps

    রংপুরের পীরগাছায় ক্ষুন্দ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি।

    বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন এর সভাপতিত্ব, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ এর সঞ্চালনায়
    উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন সরিষা বীজ ছাড়াও কৃষকদের মাঝে গম, ভূট্টা, সূর্যমূখী, চীনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ ও সার দেয়া হবে। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৪ হাজার ৭৪০ জন কৃষক এ প্রণোদনার সুবিধা পাবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ।

    বাংলাদেশ সময়: ৭:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ