• শিরোনাম

    কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

    কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    apps

    বুধবার (৩১ জানুয়ারি) সকালে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জুলফিকার, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল-আমিন চৌধুরী, বিপ্লব চন্দ্র সরকার, মোহাম্মদ আখতার উজ জামান, ফরিদ আল দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

    সভায় জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার জুলফিকার বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ১ হাজার ৬৮২টি গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে ৩৩ বছরে ১১টি উপজেলার আওতায় ৯ লাখ ১০৭ হাজার ২০৬ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণের মাধ্যমে ৬ লাখ ৮০ হাজার ৬০৫জন গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

    বুধবার দুপুরে সভা শেষে পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জহিরুল ইসলাম, এলাকা পরিচালক পদে তারেক কামাল, মোঃ ইলিয়াছ মিয়া, কামরুজ্জামান, শওকত হাসান, আনিছুজ্জামান খোকন, আজহারুল হক খোকন, আহাম্মেদুল কবীর, রহিমা বেগম, জান্নাতুন্নেছা, আইরিন আনসারী জয় লাভ করেন।

    বাংলাদেশ সময়: ১০:৫৫ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ