• শিরোনাম

    কাশিমপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    রিপোর্টার খুরশীদ আলম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

    কাশিমপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    apps

    গাজিপুরের কাশিমপুরে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ৫শ বাসাবাড়িতে অবৈধ নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।

    মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত কাশিমপুর শৌলডুবি ,সুলতান মার্কেট মাদ্রাসা রোডে এই অভিযান পরিচালনা করেন গাজিপুর জেলা বিজ্ঞ-এক্সিকিউটিভ-ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী । আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,

    গাজিপুর জেলা বিজ্ঞ-এক্সিকিউটিভ-ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন প্রায় ৩ কিলোমিটার জুড়ে বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সংযোগের মূল হোতাদেরকে সরেজমিনে পাওয়া যায় নাই, সেই কারণে সেখান থেকে সোর্স লাইন কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ।

    তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, তিতাসের মেইন লাইন থেকে অবৈধ ভাবে নেওয়া নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র মহল বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে, কাশিমপুর শৌলডুবি ,সুলতান মার্কেট মাদ্রাসা রোডে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় তিন কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার। মোট ৫শ’ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, এ এলাকায় দুষ্কৃতকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে। বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে ফের অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ,আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

    বাংলাদেশ সময়: ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ