
| মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
কাশফুল তুমি- বাতাসে ভেসে তাকে ছুঁয়ে দিও,
যে দূরে বসে আমার নাম ভুলে গেছে,
তবুও মনে রেখো, আমি এখনো তার ছায়ার সঙ্গী।
আকাশ যেমন মেঘহীন হয়েও কান্না লুকায়,
আমার বুকেও জমে আছে অগণিত অশ্রু,
যা সে কখনোই দেখবে না।
কাশফুল তুমি- নদীর ধারে দাঁড়িয়ে ফিসফিস করে বলো,
আমি তাকে ভালোবাসি এখনো,
যেমন শুকনো ডালও বৃষ্টির আশায় বেঁচে থাকে।
সে যদি আমার খোঁজ না-ও করে,
তবুও তার নামে প্রতিটি নিশ্বাস লিখে যায় কবিতা,
আর তুমি, কাশফুল, দোল খেয়ে শুধু জানিয়ে দিও-
ভালোবাসা এখনো মরে যায়নি,
শুধু হৃদয়টা ভেঙে গেছে।
কাশফুল তুমি- শরতের রোদে সাদা দাহ হয়ে দিও সাক্ষী,
যে প্রতিটি নিঃশ্বাসে তার নামের প্রতিধ্বনি বাজে,
তবু সে অচেনা পথেই হেঁটে যায় নির্দয় কালের মতো।
যদি রাতের তারা ঝরে পড়ে তার হাতের তালুতে,
তুমি কানে কানে বলো-
কেউ এক দূরের মানুষ এখনো শুধু তার জন্যই জেগে থাকে,
অন্ধকার গিলে খায় যে মানুষটিকে,
তবু ভালোবাসার আলো নিভতে চায় না।
কাশফুল তুমি- ভেসে যেও শূন্যতায়,
আমার অশ্রুর গোপন বাণী বয়ে দিও তার কাছে।
যদি সে না-ও বোঝে ভালোবাসার ব্যথা,
তবু জানিয়ে দিও-
কারো ভাঙা হৃদয় আজও কেবল তার নামেই বেঁচে আছে।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।