• শিরোনাম

    কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

    কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    apps

    সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধা , শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবী, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে “স্মার্ট বাংলাদেশ ও নাগরিক ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ সকালে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি কাজিপুর প্রেসক্লাবের আয়োজিত মতবিনিময় সভার ভূয়সি প্রসংশা করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের অভিযাত্রী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম। প্রেসক্লাবের সভাপতি টিএম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহ সভাপতি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আব্দুস সোবহান চান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান ও অর্থ সম্পাদক শফিকুল ইসলাম। বিভিন্ন পেশাজীবী থেকে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোমিন রানা, কাজিপুর মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আঃ গাফ্ফার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমূখ।

    বাংলাদেশ সময়: ৯:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ