বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

এক তারা পরিবারের ২৪ বছর পদার্পণ ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট

এক তারা পরিবারের ২৪ বছর পদার্পণ ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজ ঢাকা গুলশানের পুলিশ প্লাজায় অতিথি সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল একতারা পরিবারের ২৪ বছর পদার্পণ ও নবনির্বাচিত কমিটির সভা। সেই সঙ্গে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হলো একতারা বিজয় উৎসব ২০২৩ ইং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর শফিউল আজম কান্চন। উদ্বোধক হিসেবে উপস্থিত অতিথি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন্স সাইফুল ইসলাম সোহেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বনসাই শিল্পী ও উদ্যোক্তা কে এম সবুজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও উপস্থাপক রবিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ডিসি সিরাজুল ইসলাম, আফিয়া কনক, মাসুম খান, প্রভাষক জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একতারা পরিবারের নবনির্বাচিত কমিটিকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। বিশেষ করে নবনির্বাচিত কমিটির নতুন দায়িত্ব একতারা শিল্পী সংঘের সভাপতি জনাব রবিন আহমেদ, সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানারা পারভিন, আইটি সম্পাদক মাসুদ আলম সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও এক তারা ফাউন্ডেশন এর নবনির্বাচিত কমিটির ভাইস-চেয়ারম্যান পদে আফিয়া কনক নতুন নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় অভিনেতা মাসুম খান একতারা ফাউন্ডেশন এর নতুন কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, একতারা পরিবার ২০০০ সালের ১৪ ই এপ্রিল আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। একটি সাংস্কৃতিক সংগঠন থেকে আজ এক-তারা ফাউন্ডেশন, একতারা শিল্পী সংঘ, একতারা২০০০, ঢেউ ললিতকলা একাডেমী পরিচালিত হচ্ছে।

সামাজিক সাংস্কৃতিক ও জনকল্যাণে নিয়োজিত একতারা পরিবারের অঙ্গ সংগঠন সমূহ সর্বদা সচেতন। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত শক্তি এই লক্ষ্য নিয়ে একতারা পরিবারের পথ চলা।
এই বছর একতারা বিজয় উৎসব সম্মাননা পদক এ ভূষিত হয়েছেন, সাংবাদিকতায় রোমাজজল হোসেন রূবেল, কথা সাহিত্যে নুরুন্নাহার মুন্নি ও নারী উদ্যোক্তা হাসনা হেনা। তবে এই সম্মাননা পদক এই বিজয়ের মাসে কোন এক সময় প্রদান করা হবে বলে সংগঠন সুত্রে জানা গেছে।

একতারা পরিবারের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ২৪ বছর পদার্পণ উপলক্ষে আজ কেক কেটে এর উৎযাপন করা হয়েছে। এরপর একতারা পরিবার প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত ” ঢেউ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে ঢেউ ললিতকলা একাডেমীর নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। কন্ঠ শিল্পী রবিন আহমেদ এর সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1024 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins