শুক্রবার ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

এক্সিলারেট বাংলাদেশ স্টার্টআপ মডেলকে সুসংহত ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -স্পিকার

  |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট

এক্সিলারেট বাংলাদেশ স্টার্টআপ মডেলকে সুসংহত ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -স্পিকার

নবকন্ঠ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘এক্সিলারেট বাংলাদেশ’ স্টার্টআপ মডেলকে সুসংহত ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী কর্মসংস্থান হ্রাস ও দারিদ্র্য বৃদ্ধির কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্ভাবনী উপায় ও মডিউল নিয়ে ভাবতে হবে।

বেটারস্টোরিজ লিমিটেড ও বাংলাদেশ এঞ্জেলসের আয়োজনে ব্রিজ ফর বিলিয়নস ও বিনিয়োগ বৃদ্ধির সহযোগিতায় ‘এক্সিলারেট বাংলাদেশ’ নামক ১২ সপ্তাহের অধিক সময়ব্যাপী একটি ইনভেস্টমেন্ট রেডিনেস প্রোগামের উদ্বোধন অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্পিকার একথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
‘এক্সিলারেট বাংলাদেশ’-এর উদ্বোধন ঘোষণা করে শিরীন শারমিন বলেন, আমাদের দেশে অনেক মেধাবী ও দক্ষ নারীরা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় রেখে বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনায় তাদের সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে মন্দা প্রভাব কাটিয়ে সচল ও শক্তিশালী অর্থনীতি পুনর্গঠন সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক ক্ষতি কাটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। নিম্ন আয়ের মানুষ, কৃষক, গার্মেন্টস শ্রমিকসহ সকলের জন্য নগদ সহায়তা প্রদানসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ এঞ্জেলস-এর সিইও নির্ঝর রহমান ও বেটার স্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ারের যৌথ পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেটারস্টোরিজ লিমিটেডের পরিচালক সেলিমা হোসেন। প্রধান বক্তা ছিলেন ভারতের আভিস্কার গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান ভিনিত রায়। প্যানেলিস্ট হিসেবে স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর টিনা জাবিন, ডিজিটাল হেলথকেয়ারের কো-ফাউন্ডার ও সিইও সাজিদ রহমান, আভিস্কার গ্রুপের পার্টনার সঞ্চয়ন চক্রবর্তী, রুটস অব ইমপ্যাক্ট এর প্রোগ্রাম ম্যানেজার মেক্সিম চেন, লাইট ক্যাসল পার্টনার এর কো-ফাউন্ডার ও সিইও বিজন ইসলাম, ব্রিজ ফর বিলিয়ন্স এর সিইও জুলি মুরাত ও বিনিয়োগ বৃদ্ধি- এর কান্ট্রি কো-অর্ডিনেটর মেহাদ উল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৬:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1024 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins