• শিরোনাম

    এই দেশকে স্বাধীন করতে যেয়ে বঙ্গবন্ধু ২৩ টি বছর জেলে কাটিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ

    নিজস্ব প্রতিনিধি রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

    এই দেশকে স্বাধীন করতে যেয়ে বঙ্গবন্ধু ২৩ টি বছর জেলে কাটিয়েছেন 				অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ

    apps

    বিজয় দিবস উপলক্ষে পুলিশ লাইনের ড্রিল শেডে রবিবার (১৮ ডিসেম্বর) সকালে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধোকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন তিনি।
    কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংর্বধনায় অনুষ্ঠানকিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম—কমিশনার, অতিরিক্ত উপ—পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ জামালুর রহমান, জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ। পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকারের সঞ্চালনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদান ও দেশের পরিস্থিতি নিয়ে বক্তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনার অংশগ্রহণ করেন।
    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ, বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে দেশ স্বাধীন করেছে। এই দেশটি স্বাধীন করতে যেয়ে বঙ্গবন্ধু ২৩টি বছর জেলে কাটিয়েছেন। আজকে মুক্তিযোদ্ধাদের পুণরায় একত্রিত হয়ে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে হবে। মুক্তিযুদ্ধে পুলিশই হলো প্রথম আত্বাহুতি দেয়া বাহীনী তাই আমরাও গর্বিত। আজ আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কাজ করতে হবে।
    এ সময় কিশোরগঞ্জে সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ