• শিরোনাম

    ইদিলপুরের রাঘবেন্দ্রপুরে পানিতে ডুবে দুজনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

    ইদিলপুরের  রাঘবেন্দ্রপুরে  পানিতে ডুবে দুজনের মৃত্যু

    apps

    গাইবান্ধার সাদুল্লাপুরে ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের গভীরতম একটি পুকুরে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।

    ২০ জুলাই দুপুর ১:৩০ মি. রাঘবেন্দ্রপুর গ্রামের জৈনক ব্যক্তির গভীরতম পুকুরে গোখাদ্যের কাচা ঘাস ধৌতকরণের সময় এ ঘটনা ঘটে।

    নিহত দুইজন হলেন সালেকের স্ত্রী জিম(১৯) এবং রুহুল আমিনের মেয়ে উর্মিলা(১০)।
    স্বজনরা জানায়, পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে গরুর খাদ্যের জন্য শিশু উর্মিলা ঘাস ধৌত করতে ছিল ভুলবশতে বেশি পানির দিকে চলে যাওয়ায় হাবুডুবু খাচ্ছিল ততক্ষণে পাশ দিয়ে যাওয়া সালেকের স্ত্রী জিম তা দেখে চিৎকার দিয়ে পুকুরের পানিতে লাফ দিয়ে শিশু উর্মিলাকে বাঁচানোর চেষ্টা করলে দুই জনই জরিয়ে ধরলে তারা পানির চলে যাওয়ার কারনেই জনেরই মৃত্যু হয়েছে।
    এঘটনায় গ্রামের প্রায় একশত জন পুকুরে পানিতে নেমে খোজাখুজি করলে পরে ঐ গ্রামের চেংটু মিয়া নামক এক ব্যক্তি দুইজনকে পানির নিচ থেকে উপরে তুলতে সক্ষম হয় এবং এ ঘটনায় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উপস্হিত হয়।
    ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী পবিত্র কুমার জানান, আমরা ঘটনা শুনামাত্র দুপুর হতে বিকাল ৫:০০ পর্যন্ত ঘটনাস্থলেই ছিলাম।
    তিনি আরো জানান পারিবারিক লোকজন আসলেই সামাজিক ভাবেই ইসলামি রেওয়াজ নিয়ম অনুসারেই দাফন সম্পন্ন করবে।
    সাদুল্লাপুর আনসার ভিডিপি ইদিলপুর ইউনিয়ন দলনেতা মোঃ রতন প্রামানিক জানায় তাদেরকে পলাশবাড়ী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত্যু ঘোষনা করেছেন।

    বাংলাদেশ সময়: ৯:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ