• শিরোনাম

    আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত‍্যার চেষ্টা

    শরীফ আহমেদ প্রতিবেদনঃ মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

    আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত‍্যার চেষ্টা

    apps

    নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান আড়াইহাজার উপজেলার আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (৪২) পিতা মোঃ শাজাহান ব‍্যাপারীকে কুপিয়ে হত‍্যার চেষ্টা চালায়। স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব‍্যাবসায়ীরা এমনই গঠনা ঘটায় গত ২/১০/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ৮.৩০ গটিকার সময় বালিয়াপাড়া গ্রামবাসী সংবাদ কর্মীদের জানায় গত ১ মাসের অধিক হয় গেছে কিন্তু আসামী ১| মোঃ সোহেল (৩০) পিতা মকবুল হোসেন পাগলা ২| মাসুদ (২৮) পিতা মোশারফ হোসেন ৩| ইমরান পিতা মতিউর রহমান মোক্তার ৪| হাবিব (২৮) মকবুল হোসেন ৫| হাবিবুর রহমান (২৬) পিতা ওয়াস কুরুনি ৬| শাজাহান সাকা (৩৬) পিতা মৃত ইউসুফ আলী (৭) সোহাগ (২২) পিতা সামসুল হক বোবা ৮| ইমন (২৪) পিতা মতিউর রহমান মোক্তার ৯| সোহেল পিতা মৃত আউয়াল সর্ব সাং বালিয়াপাড়া ১০| সাব্বির (৩০) পিতা সেলিম ১১| গোলাম রসুল (২৬) পিতা তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাত আরও ৮/১০জন এদের কাউকেই গ্রেপ্তার করেনি আড়াইহাজার থানা পুলিশ কিংবা র‍্যাব ও সিআইডি পুলিশ এবং ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী । স্থানীরা বলেন আমাদের ধারনা প্রশাসন আসামীদের গ্রেপ্তার করিতে গড়িমশি করছেন। আমরা যতটুকু জানি হত‍্যার চেষ্টার মামলায় যে সমস্ত আসামী রয়েছে প্রায় সব কয়জনের বিরুদ্ধে বিভিন্ন অর্পকর্মে জন্য মামলা রয়েছে। আমরা বিভিন্ন সংবাদের মাধ‍্যমে দেখতে পাই ঘটনা ২৪ ঘন্টার মধ‍্যেই আসামিদের গ্রেপ্তার করছেন আইন শৃংখলা বাহিনীর সদস‍্যরা। কিন্তু আড়াইহাজার উপজেলাধীন বালিয়াপাড়া এলাকায় আলোচিত হত‍্যার চেষ্টা মামলার আসামিদের অদ‍্যবধি পযর্ন্ত কাউকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আইন শৃংখলা বাহিনীরা। সরেজমিনে আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন এর বাসায় গিয়ে দেখা যায় হাত পা পঙ্গুর পথে। গুরুতর অবস্থায় বিছানায় শুয়ে দিন কাটচ্ছেন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনের। দেলোয়ার হোসেন গনমাধ‍্যম কর্মীদের জানায় সামনে নির্বাচন দলীয় কর্মকাণ্ডে থাকার কথা কিন্তু আমার দূর্ভাগ‍্য সন্ত্রাসী ও মাদক ব‍্যাসায়ীদের নির্যাতনের শিকার হয়ে এখন ঘরে মধ‍্যে বিছানায় শুয়ে দিন কাটছে আমার।এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ নিকট তার মুঠোফোনে আসামীদের গ্রেপ্তারে নাহ হওয়ার কারন জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচিত জানার সাথে সাথে মুঠোফোনের লাইন কেটে দেয়।

    বাংলাদেশ সময়: ১০:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ