• শিরোনাম

    অসাম্প্রদায়িক বাংলাদেশই সামৃদ্ধির একমাত্র চাবিকাটি

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

    অসাম্প্রদায়িক বাংলাদেশই সামৃদ্ধির একমাত্র চাবিকাটি

    apps

    বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিএমডএ পরিচালনা বোর্ডের সদস্য, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার।

    আর এ সরকারের মূল দর্শন হলো অসাম্প্রদায়িক একটি দেশ। যে দেশে সাম্প্রদায়িকতার বিষবাম্প ছড়িয়ে জঙ্গীবাদের উস্থান যারা ঘটায় তাদের প্রতি আমাদের সজাগ থাকতে হবে। ওরা দেশ প্রেমিক নয়, দেশর শত্রু। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ক্ষমতায় থেকে অসাম্প্রদায়িক চেতনায় দেশ পরিচালনার কারণেই আজ আমরা এত উন্নয়ন করতে পেরেছি। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান তিনি।

    সোমবার সন্ধ্যায় কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) নির্বাচনী এলাকার, পাঙ্গাসী, ধানঘড়া, ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

    এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী, আফসার আলী, কৃষকলীগ নেতা আব্দুর রহমান, শাহ আলম, আনোয়ার হোসেন সুজন, রুহুল আমিন শিপন সহ আরো অনেকে।

    বাংলাদেশ সময়: ৮:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ