
নরসিংদী জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
অবশেষে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সেই প্রধান শিক্ষক শিউলি আক্তার এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে তাকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখা এর সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার, নরসিংদী সদর, নরসিংদী কে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ, গাজীপুরে এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদীতে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য , এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্য মূলক আচরনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার এর পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারি রৌশন আলীর মেয়ের দরিদ্র তহবিলের টাকা আত্মসাৎ করেন এই প্রধান শিক্ষিকা যা বিগত ২২/০৬/২০২২ই তারিখে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয় এবং তদন্ত সাপেক্ষে অভিযোগটি প্রমানিত হয়। স্কুল ম্যাগাজিন প্রকাশের টাকা আত্মসাৎ, স্কুলের ছাত্রীনিবাসের রুমের পার্টিশন ভেঙ্গে খরগোশ পালন, তীব্রশীতে কোমলমতি শিশুদের শীতবস্ত্র খুলে পিটি করানো এবং পরে তাদের শীতবস্ত্র ফেরত না দিয়ে স্টোর রুমে রেখে দেন যা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন নিজে পরিদর্শন করেন। এসএসসি পরীক্ষার্থী হিন্দু বিবাহি মেয়েদের মাথায় সিদুর পরে পরীক্ষা কেন্দ্রে আসতে নিষেধাজ্ঞা যারি, পরিচ্ছন্ন কর্মী রাণী দাসের উপর তার স্বামীর কু-দৃষ্টি ও কু-প্রস্তাবের বিচার চাওয়ায় চাকুরি থেকে বের করে দেয়ার হুমকিসহ স্কুলের প্রত্যেকের সাথে তিনি অশোভনীয় আচরন করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।