| শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এবং মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১৬ বালকদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম শাহীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী এবং জার্সি বিতরণ করা হয়।
মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে ৫ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে বলে ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।