• শিরোনাম

    ‘বুমরাহকে ক্লান্ত করে তুলতে হবে’

    অনলাইন ডেস্ক বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

    ‘বুমরাহকে ক্লান্ত করে তুলতে হবে’

    apps

    ক্রীড়া প্রতিবেদক: দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তা বিরাট কোহলি। তবে এক টেস্ট খেলেই তিনি দেশে ফিরবেন বলে অনেকটা স্বস্তিতে স্বাগতিকরা। তবে ভারতের বোলিং সেকশনে তাদের বড় চিন্তার নাম জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়া-ভারতের সর্বশেষ সিরিজে এই তরুণ পেসার বড় পার্থক্য গড়ে দিয়েছিলেন। ভারতের এই পেস সুপারস্টারের কার্যকারিতা কমানোর একটি উপায় খুঁজে পেয়েছেন জশ হ্যাজেলউড। আর সেটা হলো বুমরাহকে ক্লান্ত করে তোলা।

    কিছুদিন আগে সমাপ্ত আইপিএলে অসাধারণ বোলিং করেছেন বুমরাহ। এর আগে ২০১৭-১৮ বোর্ডার-গাভাস্তার ট্রফি খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজে ২১ উইকেট নিয়ে বুমরাহ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। এক সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেছেন, ‘বুমরাহ বোলিং অ্যাকশনের কারণে একেবারেই আলাদা। সে দিনভর একইরকম পেস ধরে রাখতে পারে। সিরিজ জুড়েও ধরে রাখে। তাকে সামলানোই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে নতুন বলে উইকেট নিতে পারে, পুরোনো বলেও।’

    হ্যাজেলউড আরও বলেন, ‘বুমরাহকে আটকাতে তাকে দিয়ে অনেক ওভার বোলিং করাতে বাধ্য করতে হবে। প্রথম দুই টেস্টেই ক্লান্ত করে তোলার চেষ্টা করতে হবে। তহলে কাজ হতে পারে। অস্ট্রেলিয়া-ভারত লড়াইকে এখন অ্যাশেজের পাশেই রাখতে হবে। গতবার এখানে এসে সিরিজ জিতে ভারত এই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে। দেশের মাটিতে আমরা খুব বেশি হারি না। কিন্তু তারা এখান থেকে সর্বশেষ সিরিজ জিতে গেছে। আমরা তখন কষ্ট পেয়েছিলাম। সেই সিরিজ হবে আমাদের এবারের প্রেরণা।’

    বাংলাদেশ সময়: ৮:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ