• শিরোনাম

    বাংলাদেশের ড্রেসিংরুমে আসার পুরস্কার পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা

    অনলাইন ডেস্ক শনিবার, ০২ জানুয়ারি ২০২১

    বাংলাদেশের ড্রেসিংরুমে আসার পুরস্কার পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা

    apps

    ক্রীড়া প্রতিবেদক: গত বছর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশগ্রহণ করেছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স অবশ্য ভালো ছিল না। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে শেষ টি-টোয়েন্টিটি। সিরিজ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে এসেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। আর সেই মুহূর্তটি জিতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড’।

     

    শুক্রবার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বাংলাদেশের ড্রেসিংরুমে আসায় ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে পাকিস্তান দল। এছাড়া পাকিস্তানের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর আজম, সাদা বলের সেরা খেলোয়াড়ও তিনিই।

    বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সেরা উদীয়মান আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন নাসিম শাহ। সেরা ক্রিকেটার হয়েছেন আলিয়া রিয়াজ।

    পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশ দলের ড্রেসিংরুমে এসে করমর্দন শেষে বেশ কিছুক্ষণ খোশগল্প করেন, ছবি তোলেন।

     

    সূত্র: খালিজ টাইমস

    বাংলাদেশ সময়: ২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ