খন্দকার আমির হোসেন | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
শিবপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমুলক এক উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন। সভায় শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকগন উপস্থিত ছিলেন।সভাশেষে উপজেলায় এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ে যোগদানকৃত সাতজন শরীরচর্চা শিক্ষককে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে নেওয়া হয়।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।