নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
কক্সবাজারের রামুর মনিরঝিল-সোনাইছড়ি সংযোগ সড়কের উপর নির্মিত ডিঙ্গাকাটা সেতুটি পাহাড়ি ঢলে ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে রামু উপজেলার রাজারকুল-কাউয়ারখোপসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লক্ষাদিক মানুষ যাতায়াত করে। সেতুটি ভেঙে পড়ার কারণে দুপাড়ে যানচলাচল বন্ধ হওয়ায় বিকল্প হিসাবে শহিদুল্লাহ কোম্পানির নেতৃত্বে এলাকাবাসির সার্বিক সহযোগিতায় সোনাইছড়ি খালের উপর অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে চলাচলের রাস্তা তৈরি করে।
অস্থায়ী কাঠের সেতু ও চলাচলের রাস্তা টি ১৫ নভেম্বর( শনিবার) সকলে উদ্বোধন করেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম, এই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুল মালেক, সাবেক মেম্বার মোহাম্মদ হোছাইন, কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বছ উদ্দিনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, উদ্বোধন শেষে মোনাজাত করা হয় ও মিষ্টি বিতরণ করেন।
স্থানীয় লোকজন জানান ডিঙ্গাকাটা খালের সেতুটি ভেঙে যাওয়ার ফলে চরম তিন টি ইউনিয়নের লক্ষাদিক মানুষ ভোগান্তিতে শিকার হচ্ছে, যান চলাচল বন্ধ থাকায় কৃষকেরা কৃষি পণ্য নিয়ে রামু বাজারে বিক্রি করতে যেতে পারছে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকায় লোকজন। মাদ্রাসা, স্কুল ও কলেজে যেতে পারছেনা ছাত্র-ছাত্রীরা, যাতায়াতের এটি বড় বাধাঁ হয়ে দাড়িয়েছে এই সেতুটি।
দ্রুত বর্ষার আগে জনগুরুত্বপূর্ণ সেতুটি পুনরায়
দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানান এলাকাবাসী ও সচেতন মহল।
২৩-২৪ অর্থবছরে ডিঙ্গাকাটা এই সেতুুটি নির্মাণ করা হয়েছিল ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে।
Posted ২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।