• শিরোনাম

    রংপুরের মাটি আ.লীগের ঘাটি, বাণিজ্যমন্ত্রী

    রংপুর ব্যুরো: শনিবার, ২২ জুলাই ২০২৩

    রংপুরের মাটি আ.লীগের ঘাটি, বাণিজ্যমন্ত্রী

    apps

    আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগকে সরানো যাবে না। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে গত ২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুরের মহাসমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ করতে হবে রংপুরের মাটি, আওয়ামী লীগের ঘাটি। কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডভোকেট সফুরা খাতুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন

    বাংলাদেশ সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ