• শিরোনাম

    ভৈরবে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন!

     মোঃ রাসেল মিয়া, ভৈরব প্রতিনিধি: বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

    ভৈরবে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন!

    ভৈরবে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন!

    apps

    আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) এর সার্বিক ব্যবস্হাপনায় পরিচালিত বন্দরনগরী ভৈরবে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে কাতার এয়ারওয়েজ প্রদত্ত শিক্ষা উপকরণ সামগ্রী হিসেবে স্কুল ব্যাগ,কেডস,জ্যামিতি বক্স,১২টি কলম,১২টি পেন্সিল,১২খাতা ১টি করে সাইন্টিফিক কেলকুলেটর,স্টেপলার,স্কুল ও কলেজ ড্রেস, ব্যবহারিক পোশাক এবং ব্যবহারিক জুতা তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ আহমেদ আলী’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আমিন হাফিজ ওমর,মিসেস আমিন হাফিজ ওমর,নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস( নর)এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ ও প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাতার চ্যারেটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান,ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন আল রশিদ,প্রতিষ্ঠানের কর্মকর্তা মোজাহিদুল হক শুভ,একেএম কামরুজ্জামান খান, মুজিবুর রহমান, ইউছুফ আহমেদ গালিব ও মৌওলানা মতিউর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বাবলু।

    বাংলাদেশ সময়: ৫:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ