• শিরোনাম

    বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপির সভাপতিসহ দুই নেতা আজীবন বহিষ্কার

    মো:সোহেল রানা, টাঙ্গাইল: শুক্রবার, ০৯ জুন ২০২৩

    বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপির সভাপতিসহ দুই নেতা আজীবন বহিষ্কার

    apps

    দলের সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে অংশ নেওয়ায় বাসাইল উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল সহ উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর যুবদলের আহবায়ককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
    শুক্রবার (৯ জুন) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। শুক্রবার বহিস্কারের চিঠি নেতাদের কাছে পাঠানো হয়েছে।
    ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। গণ ৫ জুন কারণ দর্শানো নোটিশ প্রদান করার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি যা গুরুতর অসদাচরন। প্রার্থিতা প্রত্যাহার না করে গণ ১৫ বছর ধরে অগণতান্তিক শাসক গোষ্ঠীর দ্বারা যারা গুম, খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। এ ধরনের অবজ্ঞা ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনুন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’
    বহিস্কৃতরা হলেন- বাসাইল উপজেলা বিএনপির সভাপতি মেয়র প্রার্থী এনামুল করিম অটল, বাসাইল উপজেলা যুবদলের আহবায়ক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহানুর রহমান ভূইয়া (জুয়েল) ও পৌর যুবদলের আহবায়ক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল আহমেদ।

    বাংলাদেশ সময়: ৯:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ