• শিরোনাম

    তোমাকে মনে পড়ে

    অনলাইন ডেস্ক বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

    apps

    (ইসলাম সাইফুল)

    তোমাকে দেখতে ইচ্ছে করে খুব মাঝ রাতে !
    এই এখন যখন তুমি ঘুমিয়ে আছো সযত্নে।
    আমি জাগি আর ভাবি কখনো দেখবো না তোমাকে এই ভাবে।
    তোমার পাশে রাখা উপন্যাস এর মলাট।
    কবিতার বই
    তোমার সাইড টেবিলে রাখা গ্লাস
    তোমার চোখের দু ফোটা অশ্রুজল
    হাতের কাছেই বেড সুইচ
    টেবিল ল্যাম্প
    নিদেনপক্ষে তোমার পায়ের কোসন
    অথবা একা হয়ে যাওয়া পাশ বালিস
    তোমাকে যেভাবে দেখে দ্রুব
    আমি তোমাকে দেখতে পাইনা।
    এ শহরে সজোরে কান্নার উপায় নেই
    এ শহরে তোমাকে জড়িয়ে ধরতে উপায় নেই।
    তাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি আমি
    টিপ টিপ টিপ টিপ
    সকালে উঠেই মুছে ফেলবো যাতনা
    চোখের নীচে কালো দাগ মুছে দিব কনসিলে । মাসকারা আর আই সেডে ঢেকে দিব তীব্র দাহন
    প্রেম বিরহ ও অনুতাপ ।
    তার পর ঝকঝকে শহরে
    আমি ঠিক তোমার মত হেসে বলবো
    ভাল আছি !
    আপনি!
    আমরা ভালো আছি
    তীব্র আগুনের হলকার মত
    দ্রুত কোথায় পোড়া গন্ধ
    দমকল কি এম্বুল্যানস এ
    সাইরেন এর শব্দ
    আমার তীব্র চিৎকার
    তোমার ঘুম থেকে উঠে
    দেখা আগুন পোড়া গল্প ।।

    বাংলাদেশ সময়: ৯:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ