• শিরোনাম

    কাজিপুরে পর্যটন কেন্দ্র শুভ উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী

    আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

    কাজিপুরে পর্যটন কেন্দ্র শুভ উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী

    apps

    কাজিপুর উপজেলার মেঘাইতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। তিনি বলেন, সব সম্ভবের নাম জননেত্রী শেখ হাসিনা। যার বলিষ্ঠ কর্মপরিকল্পনায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের জাতীয় আয়ের ১০ শতাংশ আসে পর্যটন শিল্প খাত থেকে। বাংলাদেশের কীর্তিমান পুরুষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ সহচর এম মনসুর আলীর জন্মভূমিতে তারা সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের স্মরণে এই পর্যটন কেন্দ্রটি স্থাপন করে আমরা আনন্দিত।
    আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাইতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উক্ত মন্ত্রণালয়ের চেয়ারম্যান রাহাত আনোয়ার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় । অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক তমাল হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক হাওলাদার । দেশের পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনায় এবং প্রচুর রাজস্ব আয়সহ জাতীয় উৎপাদনশীলতায় পর্যটন খাতের অবদান বৃদ্ধির জন্য সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণার আলোকে কাজিপুরের যমুনা নদীর তীরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। ৬.৬৭ একর জমির উপর ৪ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকায় নির্মিত পর্যটন কেন্দ্র। এতে আছে ২ টি এসি রুম, রেস্তোরাঁ, ড্রিংকস কর্ণার, কার পার্কিং, পৃথক ওয়াসরুম, পিকনিক সেড সুবিধা।

    বাংলাদেশ সময়: ৩:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ