• শিরোনাম

    কাজিপুরে অনুষ্ঠিত হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

    আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার, ১৩ মে ২০২৩

    কাজিপুরে অনুষ্ঠিত হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

    apps

    অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
    এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
    উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত কর্মশালায়
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিককল্পনা অধিদপ্তর ঢাকার উপ পরিচালক ডা. মো. আলীজুল কাওসার।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপৃুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ এর উপপরিচালক ডাঃ রেবেকা সুলতানা, সহকারী পরিচালক ডা. আয়নৃুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফ।

    কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. চিত্রা রানী ঘোষ।

    সভায় পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পেইড পিয়ার ভলেন্টিয়ার, স্বাস্থ্য সরকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ শতাধিক মাঠ কর্মী কর্মশালায় অংশ নেন।

    অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি বলেন, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দায়িত্ব পালন করছেন। এখন থেকে আরও দায়িত্ব নিয়ে তাদের কাজ করতে হবে।

    বাংলাদেশ সময়: ৯:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ