• শিরোনাম

    কাজিপুরের খাসরাজবাড়ী ইউপি উপনির্বাচনে সুশিক্ষিত ও যোগ্য প্রার্থী আবদুল্লাহ আল হাসান রতু

    আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

    কাজিপুরের খাসরাজবাড়ী ইউপি উপনির্বাচনে সুশিক্ষিত ও যোগ্য প্রার্থী আবদুল্লাহ আল হাসান রতু

    apps

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭ নং খাসরাজবাড়ী ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে সুশিক্ষিত ও উচ্চ শিক্ষিত প্রার্থী আবদুল্লাহ আল হাসান রতু। আগামী ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থী হিসেবে মতামত ব্যক্ত করে তিনি বলেন, নানা সমস্যায় জর্জরিত খাসরাজবাড়ি ইউনিয়নের জনসাধারণ। রাস্তা ঘাট উন্নয়ন হবে আমার প্রথম কাজ।

    যমুনা নদীর গর্ভে বিলীন পুরো এলাকা। দুর্গম চরাঞ্চলের মানুষ প্রমত্তা যমুনা নদীর সাথে যুদ্ধ করে জীবন জীবিকা নির্বাহ করে। ভাঙ্গে নদী ভাঙ্গে ঘর, ভাঙ্গে না শুধু অত্র ইউনিয়নের মানুষের মনবল। এই ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতিসন্তান মৃত শামসুল হক দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুই বার। এই জনপ্রিয় ব্যক্তিত্বের ছেলে আব্দুল্লাহ আল হাসান রতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছিলেন সাবেক আহবায়ক ২০০১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার, সাবেক সদস্য বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের, সাবেক সদস্য জাতীয় চার নেতা পরিষদ, সাবেক সভাপতি ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংসদ, বর্তমানে খাসরাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে দায়িত্বে আছে। সুশিক্ষিত তরুণ স্বাধীন চেতা রাজনৈতিক আবদুল্লাহ আল হাসান পিতার পদাঙ্ক অনুসরণ করে সেবা করতে চান ৭ নং খাসরাজবাড়ী ইউনিয়নবাসীকে‌। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নেতা এমএ মনসুর আলীর উত্তরসূরী তানভীর শাকিল জয়ের যোগ্য সহযোগী হিসেবে কাজ করে যেতে চান। উপনির্বাচনে দলীয় মনোনয়ন না থাকায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি।

    বাংলাদেশ সময়: ১০:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ