
(ডাঃ এমদাদুল হক খান) | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
হেপাটাই-বি,একটি নিরব ঘাতক ব্যধি,যালিভার সিরোসিস ও লিভার ক্যান্সার সৃষ্টি করে। এই ভয়ানক ঘাতক ব্যধিটি মানব শরীরে অবস্থান করার পরও কোন লক্ষন প্রকাশ নাও করতে পারে, আজকাল আমাদের দেশে বিদেশে গমন ইচ্ছুকদের শরীরে রক্ত পরীক্ষার মধ্যমে HBS Ag+পাওয়া যাচ্ছে, যার ফলে তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন নিঃশেষ হয়ে যাচ্ছে তবে প্রাথমিক অবস্থায় HBS Ag+ (ELEZA) Test এর মাধ্যমে পরিমাণ নির্ণেয় করে (১-৩) পয়েন্টের মধ্যে থাকলে চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে আরোগ্য করা সম্ভব। তবে পরিমান বেশি হলে আরোগ্যের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকার কারনে রোগী ধৈর্য্যচ্যুৎ হয়ে ডাক্তারের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তবে এ ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ এমন কোন রোগ পৃথিবীতে দেননি যার ঔষধ পৃথিবীতে নেই, হয়তো আমাদের অজ্ঞতার কারনে আরোগ্যের সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয় না। HBS Ag+বিষয়টি এখন সাধারণ মানুষের মুখে মুখে সোনা যায় তাই সাধারণ ও উচ্চ শিক্ষিত সকল মানুষেরই এ রোগ সম্মন্ধে জানার আগ্রহ বেশি, তাই আমার ক্ষুদ্র গবেষনার আলোকে কিছুটা তথ্য দেয়ার চেষ্টা করছি।
বিশ্ব স্বাস্থ্যসংস্থারমতে বাংলাদেশের মোট জনসংখ্যার ৫% হেপাটাইটিস-বি ভাইরাসের দীর্ঘ্যমেয়াদী বাহক এবং এদের মধ্যে ২% লিভার ক্যান্সার ও সিরোসিসের কারনে মারা যেতে পারে। পেশাদার রক্ত দাতাদের মধ্যে ২৯% হেপাটাইটিস-বি ভাইরাসের বাহক। হেপাটাইটিস-বি এইডস এর চেয়ে ১০০% গুন বেশি সংক্রামক। পৃথিবীতে এইডস এর কারনে যত লোকের মৃত্যু হয়, হেপাটাইটিস-বি এর কারনে তারচেয়ে বেশি লোকের মৃত‚্য ঘটে, তাই একে তামাকের পরে দ্বিতীয় ক্যান্সার সৃষ্টিকারী হিসাবে গণ্য করা হয়
হেপাটাইটিস-বি যেভাবে ছড়ায়ঃ
০১। সংক্রমিত সুচের মাধ্যমে রক্তদান, রক্ত গ্রহণ করলে।
০২। জন্মের সময় মা থেকে নবজাতকের সংক্রমন।
০৩। সংক্রমিত পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ এর সহবাসের মাধ্যমে।
০৪। হেপাটাইটিস – বি সংক্রমিত ব্যক্তির রক্ত গ্রহন করলে।
০৫। বেপরোয়া বা অবাধ যৌন জীবন যাপনে অভ্যস্থ হলে।
হেপাটাইটিস-বি আছে কিনা বোঝার উপায়ঃ
রক্ত পরীক্ষায় HBS Ag+এর মাধ্যমে নিশ্চিত হতে পারবেন হেপাটাইটিব- বি আছে কিনা,যদি থাকে তবে Test Reportpositive আসবে। তবে এক্ষেত্রে HBS Ag+ (ELEZA) Test করালে কি পরিমান আছে তা নির্ণেয় করা যায়।
০১। এক তৃতীয়াংশ লোক কিছুই বুঝতে পারে না।
০২। এক তৃতীয়াংশ লোকের ফ্লু- এর মত মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও গা শিরশির করে জ্বর হওয়া।
০৩। এক তৃতীয়াংশ লোকের জন্ডিস, খুদামন্দা, ডায়রিয়া, বমি ও জ্বর দেখা যায়।
প্রতিরোধের উপায়ঃ
এই সংক্রমনের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হল এই রোগের বিরুদ্ধে নিজের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অর্থাৎ হেপাটাইটিস-বি এর টিকা নেয়া। হেপাটাইটিস-বি এর ৪টি ডোজ নিতে হয়। প্রথম ৩টি ১ মাস পর পর ৪র্থ ডোজ প্রথম ডোজের ১২ মাস বা ১ বছর পরে নিতে হবে। অর্থাৎ ০,১,২ও ১২ মাস।০ থেকে যে
কোন বয়সের লোককে এই ভয়ানক সংক্রামক রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেয়া যেতে পারে। তবে যাদের Ag+ (ELEZA) Test) রয়েছে তারা চিকিৎসার মাধ্যমে
ঘবমঃরাবনা হওয়া পর্যন্ত টিকা দেয়াহলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসার মাধ্যমে ঘবমঃরাব হলে টিকা দিয়ে চিকিৎসা কার্যক্রম শেষ
করা উচিত। যেমন, আমার একজন রোগীর নাম: রনি, বয়স: ২৩ বছর, সে কাতার যাওয়ার জন্য মেডিকেল টেস্টে ঐইঝ অম+ ধরা পড়ায় আমার কাছে চিকিৎসার জন্য আসে, আমি তাকে Ag+ (ELEZA) Test টেস্ট করতে দেই,সেখানে ঞবংঃ জবঢ়ড়ৎঃ ১.২মাত্রায় পাওয়া যায়। তার ফ্যামিলি হিস্ট্রিতে তিনি বলেন তার পিতা লিভার ক্যান্সারে মারা গেছেন, তখন আমি তাকে হোমিওপ্যাথি ঔষধ সালফার ১,০০০ শক্তি ১ সপ্তাহ সেবন করতে দেই, (দৈনিক দুইবার খাওয়ার আগে) অতপর ১ সপ্তাহপর ৩দিন ঔষধ ব্যতিত রাখি। প্রথম মাত্রার পর তাকে লক্ষণ ভিত্তিক চিলিডোনিয়াম ১,০০০ শক্তি (দৈনিক ২ বার খাবার আগে) ও সাথে চিলিডোনিয়াম মাদার ২০ ফোঁটা করে (দৈনিক দুইবার খাবার পর) সেবন করতে দেই। ১ মাস পর তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বেশ উন্নতী ঘটে, তখন আমি তাকে HBS Ag+ Test করাতে দেই। সেTest ReportGNegative Result নিয়ে আসে। তখন আমি পুনরায়তাকে অন্য একটি ক্লিনিকে ঐইঝ অম+ ঞবংঃকরার জন্য পাঠাই, একই ভাবে Negative Resultনিয়ে আসে। তখন সে আবার এই সমস্ত পরীক্ষার রিপোর্ট সহ কাতার এম্বাসিতে যোগাযোগ করলে HBS Ag+ Test এর Negative Resultদেখে এম্বাসি তার ভিসা করে দেন। বর্তমানে উক্ত ব্যক্তি কাতারে অবস্থান করিতেছে। তখন আমি তাকে টিকা দেয়ার পরামর্শ দিয়েছি ও সকল ধরনের আর্টিফিসিয়াল ফুড খেতে বারণ করেছি।
(ডাঃ এমদাদুল হক খান)
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল
কলেজ ও হাসপাতাল, মাদারীপুর।
e-mail: [email protected]
মোবাইলঃ ০১৭১৮-১৭৫০৯০
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।