ফাহিম ফারহান | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | প্রিন্ট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুল ক্যাম্পাস আশুলিয়ায় দিনব্যাপী “স্টুডেন্ট টুরিজম সিকিউরিটি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” বিভাগ কর্তৃক যৌথভাবে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এম.লুৎফুর রহমান ভাইস চ্যান্সেলর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সুফিয়ান অতিরিক্ত ডিআইজি ঢাকা-ময়মনসিংহ- সিলেট ডিভিশন, জনাব মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার ঢাকা রিজিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জনাব মোঃ ডক্টর মাসুম ইকবাল, ডীন অফ বিজনেস এন্ড এন্টারপ্রেনারশিপ ফ্যাকাল্টি। আরো উপস্থিত ছিল প্রফেসর ডক্টর সৈয়দ মিজানুর রহমান রাজু ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার, মেজর (অবসরপ্রাপ্ত) জনাব শাহ আলম ডিরেক্টর অফ সেফটি এন্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট,জনাব সিদ্দিকুর রহমান সহকারী প্রফেসর বিভাগীয় প্রধান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট,জনাব মাহবুব পারভেজ সহযোগী অধ্যাপক সাবেক বিভাগীয় প্রধান টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, জনাব মোমেনা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন, ইন্সপেক্টর আব্দুর রাকিব ঢাকা রিজিয়ন,মো: নুরুল আফসার লেকচারার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ,জনাব মিশকাতুল কবির,লেকচারার ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মিস ফায়রোজ ওজাহিয়া লেকচারার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ আরো অন্যান্য শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস ফারহানা ইয়াসমিন লীনা লেকচারার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” নিয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম কে তাদের এ ধরনের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে ভবিষ্যতে বাংলাদেশ ট্যুরিজম সেক্টর যেন আরো সম্প্রসারিত হয় এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Posted ১১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।