রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কুমিল্লায় দর্শন অ্যালামনাইয়ের প্রথম পূনর্মিলনী

মোঃ ওমর ফারুক :   |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট

কুমিল্লায় দর্শন অ্যালামনাইয়ের প্রথম পূনর্মিলনী

কুমিল্লায় দর্শন অ্যালামনাইয়ের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ১৩ মে কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই পূনর্মিলন অনুষ্ঠান।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিকের সভাপতিত্বে এবং ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ও ফারহানা ইসলাম পপির সঞ্চালনায় আয়োজিত আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর বাহাদুর হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল হোসেন ও ভাষাসৈনিক অজিতগুহ কলেজের প্রিন্সিপাল শরীফুল ইসলাম।স্বগত বক্তব্য দেন অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক আজহারুল ইসলাম ভুইয়া।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রিন্সিপাল আজহারুল হক, পরশুরাম সরকারি কলেজের প্রিন্সিপাল একেএম হারেস, কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর লিয়াকত আলী, সাবেক অধ্যাপক মো. শাহজাহান, নবীনগর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল এ কে এম রেজাউল করিম, চৌয়ারা আদর্শ কলেজের সাবেক প্রিন্সিপাল এএইচ এম শহীদুল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর সোহরাব হোসেন, নবীনগর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আহসান পারভেজ, কুমিল্লা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মিজানুর রহমান ও নুর উর রহমান, নাঙ্গলকোট কলেজের প্রভাষক মো. মাইনউদ্দিন, কৃতি শিক্ষার্থী ব্যবসায়ী সাজ্জাদুল কবির, অ্যাডভোকেট মিজানুর রহমান, রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের চীফ কো-অর্ডিনেটর ফারহানা সিদ্দিকা সুমি, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, সোসাল ইসলামী ব্যাংকের ম্যানেজার অপারেশন মতিউর রহমান, আনিসুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা আকতার রত্না ও ব্যবসায়ী সৈয়দ আহমদ টুটুল।

অনুষ্ঠান উপলক্ষে একটি ডিরেক্টরি প্রকাশ করা হয়।পরিবেশিত হয় ‘বন্ধুর পথ পাড়ি দিতে এক হয়েছি এক, ফিলোসফি পরিবারের সদস্য অনেক’ শিরোনামে থিম সংগীত। গানটি রচনা করেন ও সুর দেন ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতি ছাত্র-শিক্ষক ছাড়াও হাওয়াইন গিটার বাজিয়ে অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন প্রিন্সিপাল ফরহাদ আজিজ।দিনভর প্রিয় সতীর্থদের কাছে পেয়ে আনন্দে যেন আত্মহারা সবাই।সবশেষে র‌্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার লাভ করে অনেক খুশি ভাগ্যবান ও ভাগ্যবতী অ্যালামনাই সদস্যরা।অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতেও এমন অনুষ্ঠান করার দাবি তুলেন উপস্থিত সকলে

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins