
মহসিন সোহাগ :- | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
লাকসাম রেলওয়ে ফ্লাটফর্মে নিরীহ হকাররা অতিষ্ঠ আছে দুইজন রেল কর্মচারীর চাদাঁবাজীতে অনুসন্ধানে জানা যায় বিগত কয়েক বছর ধরে উপরের নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে হাসান আহমেদ পলাশ স্টোর মুন্সি ও আরিফুল হক মান্না, টি, এক্স আর রেলওয়ের বেতন ভূক্ত কর্মচারী হওয়ার পর ও ফ্লাটফর্ম এর উপর তাদের অফিস থাকায় এই মাদক সেবনকারী ও মাদক ব্যাবসায়ী নিরীহ হকারদের কে জিম্মী করে কোন হকার থেকে প্রতিদিন ৩০ টাকা কোন হকার ৫০ টাকা আবার বহিরাগত হকার যারা প্রতিদন আসে তাদের থেকে ১০০ টাকা করে নিয়ে থাকে। এই দুই মাদক সেবনকারী প্রতিমাসে হকারদের চাঁদা উঠানোর জন্য নাম মাত্র টেন্ডার দিয়ে থাকে। কোন মাসে একলাখ টাকা আছে, কোন মাসে এক লাখ দশ হাজার টাকা এই নিরীহ হকারদের থেকে টাকা উঠায় পলাশ মান্নার মনোনীত ঠিকাদাররা যা সম্পূর্ন আইন বহির্ভুত অপরাধ বটে ও অবৈধ। প্রতিমাসে যে চাঁদা উঠানো দায়িত্ব দেয় তাদের থেকে প্রতিদিন এই দুই মাদক সেবনকারী দুই প্যাকেট ব্যানসন সিগারেট ও নিয়ে থাকে ।
৩৬ জন নিরীহ হকার বলে তাদের সাথে অমানবিক জুলুম করছে এই রেলওয়ের দুই অসাধু মাদক সেবনকারী ও মাদক ব্যাবসায়ী । অসাধু কর্মচারী ফ্লাটফর্মের নিরীহ হকাররা এদের থেকে নিস্তার চায়। এই দুই মাদক সেবনকারী চাঁদাবাজ এর কিছু ফুটেজ ও ছবি রেকডিং রেলপথ মন্ত্রনালয় কে দেওয়া হয়েছে। এই পলাশ, মান্না এক সময় বিএনপির রাজনীতি করতো তাদের দুইজনের বাবারা ও বিএনপিও জাসদের রাজনীতি করতো খোলষ পাল্টিয়ে হাইব্রীড আওয়ামীলীগে নাম লেখায়। এই পলাশ,মান্না এর পর আর পেছনে থাকাতে হয় না তাদের । এদের বিরুদ্ধে ৩৬ জন নিরীহ হকার মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী , রেলমন্ত্রী, রেলসচিব আরো বিভিন্ন্ জয়গায় অভিযোগ দিয়েছে। অতি শীগ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতীব জরুরী।
Posted ৫:২১ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।