• শিরোনাম

    সবকিছু ঠিক আগের মতই আছে!

    অনলাইন ডেস্ক সোমবার, ১৯ অক্টোবর ২০২০

    apps

    (হাবিবুর কাইয়ুম)

    দেখ সব কিছু ঠিক আগের মতই আছে,
    এই পথ,হাট,মাঠ,নদী, গাছে ফুল ফল,পাখির কলতান, দিগন্ত বিস্তৃত সবুজের সমাহার,
    মাটির বুক চিরে শস্য বেরিয়ে আসে মহাকালের ফসল,
    সব কিছু ঠিক আগের মতই আছে,
    এই সেই পথ যে পথে ছিল তোমার নিত্য পদাপাত, পথচারীদের গমনাগমন
    সব কিছু ঠিক আগের মতই আছে, কেবল তুমি নেই,

    পথের দু’পাশে সবুজ ঘাসের উপর
    ইঞ্জিন চালিত যানের কালো নিঃশ্বাসে উড়ন্ত ধুলোর আবৃত মরিচা গুলো
    কোন একদিন কোন এক শীত – বসন্তের শেষে হঠাৎ বৃষ্টিতে ধুয়ে মুছে যায় —
    আবার প্রাণ ফিরে পায়
    যেমন ঠুনকো প্রেমের মিথ্যে উপাখ্যান!

    কেবল চির ভাস্বর হৃদ অলিন্দে জমে থাকা শুদ্ধ প্রেমের স্মৃতি।
    দেখ, দেখ– সব কিছু ঠিক আগের মতই আছে,

    আগের মতো নেই কেবল আমি
    পাতা ঝরা তন্ময় বিকেলে সবুজের গালিচায় যখন বসি
    আমার মধ্যে আমি টা থাকেনা উড়ে যায় সুদূর নীলিমায়।
    ললাটের উপর হাজার হাজার কেশ কালো গাঙচিল উড়ে বাউরি বাতাসে
    অনুভুতি হীন নির্জীব বসে থাকি,
    নেই সংসার আবদ্ধ আলিঙ্গন
    কিংবা টক-ঝাল- মিষ্টি সুস্বাদু খাবার
    গানের সুরের মূর্ছনা সমসাময়িক খবরে
    কোন কিছুতেই কৌতুহল নেই,
    কেবল চাঁদের হৃদপিণ্ডের ভেতর তোমার হাত ধরে হাঁটি অলীক কল্পনায়।
    তোমার দেয়া সেই টুকটুকে লাল রক্ত জবা
    তোমার আঘাতেই থেঁতলে গিয়ে নীল বিষাদময় জেলিতে পরিনত
    সেই বিষাদের যাতনায় তন্দ্রা ভেংগে হঠাৎ চিৎকার দিয়ে উঠি,
    দুঃস্বপ্নের বিভীষিকায়।
    দেখ সব কিছু ঠিক আগের মতই আছে
    তোমার প্রতি আমার ভালবাসা।ভেংগে হঠাৎ চিৎকার দিয়ে উঠি,
    দুঃস্বপ্নের বিভীষিকায়।
    দেখ সব কিছু ঠিক আগের মতই আছে
    তোমার প্রতি আমার ভালবাসা।

    সম্পাদনা: শান্ত বণিক

    বাংলাদেশ সময়: ৮:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ