• শিরোনাম

    যাত্রাবাড়ী অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরী প্রতিষ্ঠান শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্টকে সিলগালা

    শরীফ আহমেদ প্রতিবেদনঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

    যাত্রাবাড়ী অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরী প্রতিষ্ঠান শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্টকে সিলগালা

    apps

    অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার যাত্রাবাড়ীর রায়েরবাগ গোবিন্দপুর এলাকায় র‌্যাব-১০ এর সহযোগিতায় বিএসটিআই ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এই অভিযান পরিচালনা কালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত সফট ড্রিংকস পাউডার, কফি, গ্লুকোজ-ডি, কর্ন ফ্লাওয়ার, টেস্টিং সল্ট, বিরিয়ানি মশলা, সিজনিং মিক্স পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শাওন কনজ্যুমার প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকাও জরিমানা করা হয়।

    এছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্যসমূহ উৎপাদন করায় বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

    এই সময় মোবাইল কোর্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে কোর্ট অভিযান পরিচালনা হয়।

    বাংলাদেশ সময়: ৮:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ