• শিরোনাম

    মুন্সিগঞ্জ শিমুলিয়া ফেরিঘাট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশের সভা

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

    মুন্সিগঞ্জ শিমুলিয়া ফেরিঘাট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশের সভা

    apps

    মুন্সিগঞ্জের লৌহজং থানা শিমুলিয়া ফেরিঘাটের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এর সাথে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পর্যটন খাতের উন্নয়ন এবং পর্যটকদের আকৃষ্ট করার স্বার্থে শিমুলিয়া ঘাটে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন, মুন্সিগঞ্জ টুরিস্ট পুলিশ জোন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু সহ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মুরাদ খান ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ শিকদার। এ সময় আরো উপস্থিত ছিল শিমুলিয়া ঘাটের রূপসী বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিরালা হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইলিশ আড্ডা রেস্টুরেন্ট,নিউ মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট, বসুমতি হোটেল এন্ড রেস্টুরেন্ট, শখের হাড়ি রেস্তোরা, ইলিশ বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইলিশ ভুজ রেস্তোরাঁ, সুপারস্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, কাঁচা লঙ্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট ও রুপালি ইলিশ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক ও প্রতিনিধি বৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, “শিমুলিয়া ঘাটে প্রতিদিনই বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবারে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য অবলোকন ও মেঘনা নদীর তাজা ইলিশ খাওয়ার লোভে প্রচুর দর্শনার্থী উপস্থিত হয়। তাই তাদেরকে উন্নত মানের খাবার পরিবেশন সহ পর্যটন খাতের উন্নয়নে আরো অধিক ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে রেস্টুরেন্ট মালিকবৃন্দ কে এগিয়ে আসতে হবে। রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন ও সহনীয় দাম নির্ধারণ সহ আরো বিভিন্ন বিষয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

    বাংলাদেশ সময়: ১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ