• শিরোনাম

    মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে : অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার

    অনলাইন ডেস্ক শনিবার, ২৩ মার্চ ২০২৪

    মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে : অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার

    apps

    গণতন্ত্রী পার্টির আয়োজনে আজ শনিবার, ২৩ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী সেমিনার কক্ষে “মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট লেখক, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা :শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপচার্য ও বি.এম.এ সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা:রশিদ -ই-মাহবুব, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ, ন্যাপ গেরিলা বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দকুর রহমান।

    গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার “মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান” শীর্ষক লিখিত প্রবন্ধ পাঠ করেন আলোচনার শুরুতে।

    গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য জেড এ ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. আবুল কাশেম, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, রফিক উদ্দিন পনির, নাজমুল কবির, শফী নেজামুর, ড. হালিম দাদ খান, কমল ঘোষ, ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ, কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম জামান, সম্পাদকমণ্ডলীর সদস্য ও কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদিদ আহমেদ সাদী, গাজীপুর মহানগর সভাপতি শফি রেজানুর মজুমদার, নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সেক্রেটারি মুকুল, কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর কমিটির সভাপতি এনামুল হক আলমাস চৌধুরী, জেলা কমিটির প্রচার সম্পাদক ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি স্বপন ভৌমিক, করিমগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, হোসেনপুর উপজেলা সভাপতি পিন্টু মিয়া, সুপ্রীম কোর্টের আইনজীবী ফিরোজুর রহমান মোল্লা। গণতন্ত্রী পার্টির সদস্য স্বপন ঘোষ, রঞ্জিত রায়, সোহেল রানা, অজয় কিশোর দাস, ফারজানা আকতার, মুক্তর, মেহেদী হাসান মিঠু, ভবেশচন্দ্র মজুমদার, প্রমুখ।

    আলোচনায় বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান করেন। আলোচনায় বক্তারা তুলে ধরেন মুক্তিযুদ্ধে প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বীরত্বের সাথে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা। বক্তারা আরো বলেন দেশে রাজনৈতিক অপশক্তি ঘৃন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর কিন্তু মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠা এখনো হয়নি, তাই প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

    সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার বলেন দেশে রাজনৈতিক সংকট, দেশে এত রাজনৈতিক দল, এত বিভক্তি, বাংলাদেশ একটি ছোট দেশ, এত রাজনৈতিক দল প্রয়োজন নেই, এত স্বার্থপর রাজনৈতিক বিভক্তির মধ্যে দেশ এগিয়ে যাবে কি ভাবে? সৎ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নত দেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

    বাংলাদেশ সময়: ৩:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ