• শিরোনাম

    মনোহরদীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, এলাকায় নিন্দার ঝড়

    স্টাফ রিপোর্টার, নরসিংদী মনোহরদী শনিবার, ২৩ অক্টোবর ২০২১

    apps

    আজ শনিবার, ৭ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি, ২৩শে অক্টোবর ২০২১ইং, নরসিংদী মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরান সরকার এ্যানির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ গত ১৯শে অক্টোবর মঙ্গলবার মনোহরদী উপজেলার চালাকচর বাজারে মাদক ব্যবসায়ী মনির মিয়া (৩০) ও মাদকসেবী ইফাদ(১৭) ও সহযোগীদের মধ্যে গাজাঁ কেনাবেচা নিয়ে কথা কাটাঁকাটি তর্কাতর্কি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে যায় এক পর্যায়ে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে জাকিরের মিষ্টির দোকানের পিছনে মাদক ব্যবসায়ী মনির মিয়া(৩০) কে মাদক সেবী ইফাদ ও পরশ লাঠি এবং দেশীয় অস্ত্র আঘাত করলে আহত অবস্থা দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মনোহরদী উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন সরকার সুরুজ প্রতিনিধিকে বলেন আমার তৃতীয় ছেলে চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কামরান সরকার এ্যানি ঘটনাস্থলে ছিলো না কিন্তু তাকে কেন? এই ঘটনায় ১নং আসামী করা হলো তার কি অপরাধ সঠিক ভাবে তদন্ত না করে কেন তার বিরুদ্ধে মামলা করা হলো । এই ঘটনায় আহত মনিরের স্বজনদের সাথে যোগাযোগ করলে তারা বলে আমার হাসপাতাল থেকে আসার আগেই মামলা রেকর্ড ও এফআইআর করা হয়ে গেছে এ ব্যাপারে আমরা কিছুই জানিনা। মনোহরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমন আলম বলেন এই মামলা থেকে ছাত্রলীগ নেতা এ্যানিকে অব্যাহতি দিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

    বাংলাদেশ সময়: ২:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ